বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ৭৬ হাজার টাকার জাল নোটসহ দুদু মিয়া (৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুদু মিয়া সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি বড়গ্রামের মৃত কপির উদ্দিনের পুত্র। তার কাছ থেকে ৪টি সিরিয়াল নম্বরের ৭৬টি একহাজার টাকার নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে বড়লেখা থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৪। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (২ এপ্রিল) শনিবার দিবাগত রাত ৯টায় বড়লেখা থানার এসআই স্বপন চন্দ্র সরকার উপজেলার চান্দ্রগ্রাম বাজারের পশুর হাটের রশিদ কাউন্টারের এর সম্মুখ থেকে তাকে আটক করেন। এসময় দুদু মিয়ার দেহ তল্লাশি করে ৪টি সিরিয়াল নম্বরের ৭৬টি একহাজার টাকার জাল নোট পাওয়া যায়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান (৩ এপ্রিল) গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ধৃত ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’