কুলাউড়ার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লক্ষ ৫ হাজার ৪শত ১৯ জন

কুলাউড়ার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লক্ষ ৫ হাজার ৪শত ১৯ জন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ৭টি ইউনিয়নে ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের ভোটার তালিকা হালনাগাদের ভোটারগণ সহ ওই ৭ ইউনিয়নে প্রায় সাড়ে ৪ হাজার নতুন ভোটার বেড়েছে। নতুন ভোটারসহ ৭ ইউনিয়নে ১ লক্ষ ৫ হাজার ৪শত ১৯ জন ভোটার ২৩ এপ্রিল ভোটাধিকার প্রয়োগ করবে। তন্মধ্যে, পুরুষ ৫৩৩২০ জন, মহিলা ৫২০৯৯ জন। উল্লেখ্য, বরমচালে পুরুষ ৫৯৬০, মহিলা ৫৮৯৬, মোট ১১৮৫৬ জন। ভূকশিমইলে পুরুষ ৭৭০৪, মহিলা ৭২৩৯, মোট ১৪৯৪৩ জন। জয়চন্ডীতে পুরুষ ১০০৮৯, মহিলা ৯৮৮৩, মোট ১৯৯৭২ জন। ব্রাহ্মণবাজারে পুরুষ ১০২৬৪, মহিলা ৯৯২৫, মোট ২০১৮৯ জন। কাদিপুরে পুরুষ ৭৩৫৫, মহিলা ৭০০৬, মোট ১৪৩৬১ জন। কুলাউড়া সদর ইউনিয়নে পুরুষ ৫৩৬৬, মহিলা ৫৩৫৫, মোট ১০৭২১ জন এবং রাউৎগাওয়ে পুরুষ ৬৫৮২, মহিলা ৬৭৯৫, মোট ১৩৩৭৭ জন।

Post a Comment

Previous Post Next Post