কুলাউড়ায় অবৈধভাবে রেল ভ্রমনের দায়ে ১২ জনকে আটক করে জরিমানা আদায়

কুলাউড়া
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে সোমবার রাতে কুলাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে রেল ভ্রমনের দায়ে ১২ জনকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। এরমধ্যে একযাত্রীর কাছ থেকে অবৈধভাবে খাছায় করে বহন করা মনিয়া পাখী জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে বিনা টিকেটে রেল ভ্রমনের দায়ে ১২ যাত্রীকে আটক করে মোট ৪৮০০/-টাকা জরিমানা আদায় করা হয়। পরে আটককৃতরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করে। আটককৃতদের মধ্যে মাদারীপুরের রাজৈর থানার তাতিগান্ধা নিবাসী হানিফ শেখের ছেলে মোঃ ইসলামের কাছ থেকে ১০ জোড়া মনিয়া পাখী উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত পাখীগুলো রেল ষ্টেশনের প্লাটফরমে খোলা আকাশে অবমুক্ত করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় কুলাউড়া জিআরপি থানার ওসি রবিউল আজম, বিজিবি আলীনগর ক্যাম্প কমান্ডার মোঃ দাইমুল ইসলামসহ বিজিবি ফোর্স ও সংশ্লি¬ষ্টরা অংশ নেন।

Post a Comment

Previous Post Next Post