ছবির ঘড়িতে সবসময় কেন ১০টা ১০ বাজে!

Gori
অনলাইন ডেস্কঃ আপনি কখোনো কোনো ঘড়ির বিজ্ঞাপণ দেখেছেন? বা কখোনো অনলাইনে ঘড়ি কিনেছেন? সেখানে কি খেয়াল করেছেন যে ঘড়ির ছবিটি দেয়া আছে সেখানে ১০টা ১০ বাজে! ৯০ শতাংশ ঘড়ির ছবিতে সময় ১০.১০ থাকে। কারন টা কি? ওই সব ঘড়িতে কি কাটা আর অন্য কোনো দিকে ঘোরে না?
 
এবার উত্তরগুলো জেনে নিই 
  •  ১০ টা ১০ এ ঘড়ির কাটা দেখতে স্মাইলি ফেস (হাসোজ্জল মুখ) এর মত লাগে। ১০.১০ সময়ে ঘড়ির দুটি কাঁটা মিলিত হয়ে ‘V’ আকার নেয়। এই সময়ে ঘড়িকে সবচেয়ে সুন্দর দেখতে লাগে। 
  •  এই ‘V’ আকারের মাঝে কোম্পানির নাম বা লোগো লেখা হয় যাতে সহজেই দৃষ্টি আকর্ষণ করতে পারে।

Post a Comment

Previous Post Next Post