জুড়ী ও বড়লেখায় ভোট আজ : ১৪০ ভোট কেন্দ্রের ৯৮ কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ!

Juri
জুড়ী সংবাদদাতা:  দ্বিতীয় ধাপে আজ ৩১ মার্চের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী উপজেলার ১৫ ইউনিয়নের মোট ১৪০ ভোট কেন্দ্রের ৯৮ কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ।এসব কেন্দ্রে নাশকতা, সন্ত্রাসী কর্মকান্ড, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও ভোট বাক্স ছিনতাইর আশংকা রয়েছে। উপজেলার সদর ও দক্ষিণভাগ (দঃ) ইউনয়িনের সবগুলো কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।উপজেলা নির্বাচন অফিস ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ৯১টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ মনে করে সেগুলোতে সুষ্ঠ ও শাপিূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হচ্ছে দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
দক্ষিণভাগ (উঃ) ইউনিয়নের কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়, রোকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুকারপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সদর ইউনিয়নের ছোটলেখা দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহদিকোনা, বিছরাবাজার, গঙ্গারজল, মুছেগুল, কেছরীগুল, উত্তর ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নে ৮, উত্তর শাহবাজপুর ইউনিয়নে ৮, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে ৮, সুজানগরে ৮, তালিমপুর ইউনিয়নে ৭, বর্নি ইউনিয়নের ৬, দাসেরবাজার ইউনিয়নে ৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
এদিকে জুড়ীতে ৫টি ইউনিয়নে ৪৯ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৪টি ভোট কেন্দ্রই অধিক ঝুঁকিপূণ রয়েছে।

Post a Comment

Previous Post Next Post