ফাইনালে বাংলাদেশকে হারানো কঠিন হবে - মহেন্দ্র সিং ধোনি

ফাইনালে বাংলাদেশকে হারানো কঠিন হবে - মহেন্দ্র সিং ধোনি
স্পোর্টস ডেস্কঃ ঘরের মাটিতে বাংলাদেশকে ফাইনালে হারানো কঠিন হবে বলে মনে করেন মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, স্বাগতিকদের হারাতে প্রথম ম্যাচের মতো ফাইনালেও দলকে দারুণ কিছু করতে হবে। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি জানালেন ফাইনাল নিয়ে তার ভাবনা। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছিল ভারত। সেই দুই দলই আবার মুখোমুখি ফাইনালে। ভারতের কাছে হারার পর টানা তিন জয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর ভারত জেতে প্রথম পর্বের সবকটি ম্যাচ। ভারতীয় অধিনায়ক বলেন, ‘যে কোনো দলকেই ঘরের মাটিতে হারানো কঠিন। বাংলাদেশ তো খুব ভালো খেলছে, দাপুটে ক্রিকেট খেলছে। ফাইনাল জিততে হলে আরেকটি দারুণ পারফরম্যান্স দেখাতে হবে আমাদের।’ বাংলাদেশকে সমীহ করলেও ধোনির ভাবনা জুড়ে অবশ্য ফাইনালে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলা। এ বিষয়ে তিনি বলেন ‘প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমরা নিজেদের খেলাটা নিয়েই ভাবতে চাই। গত ক'বছরে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। খুব ভালো দল ওরা। কিন্তু আমাদের চাওয়া থাকবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করা।’

Post a Comment

Previous Post Next Post