রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নে আছকির মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ এক লাখ ৪৪ হাজার টাকা, ১৪ ভরি সোনার গহনা, দু’টি মোবাইল ফোনসহ মোট ১০ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। ৪ মার্চ শুক্রবার ভোরে ক্ষেমস্ত গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক আছকির মিয়া জানান, ভোরে দেশীয় অস্ত্রসহ ১৫/২০ জন মুখোশধারী ডাকাত ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢোকে। দেশীয় অস্ত্রের মুখে তারা ঘরের সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ এক লাখ ৪৪ হাজার টাকা, ১৪ ভরি সোনার গহনা, দু’টি মোবাইলসেটসহ মোট ১০ লাখ টাকার মালপত্র নিয়ে পালিয়ে যায়। রাজনগর থানার উপ পরিদশক (এসআই) আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।