স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা আলইসলাহ'র সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম সাহেবের পিতা, হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, খলিফায়ে বিশকুটি আলহাজ্ব হযরত মাও: আব্দুর রহিম সাহেবের জানাজার নামাজে উপস্থিত আল্লামা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী, আলইসলাহ'র মহাসচিব অধ্যক্ষ মাও: মনহর আলী সহ।