জুড়ী প্রতিনিধিঃ জুড়ীতে উপজেলা ও তৈয়বুন্নেছা খানম একাডেকি ডিগ্রি কলেজ ছাত্রদলের এক অংশের নবঘোষিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ রোববার বেলা ২টায় ভবানীগঞ্জ বাজারের কলেজ রোড থেকে নবঘোষিত উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহীন আহমেদ এর নেতৃতে উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ভবানীগঞ্জবাজারের নিউ মার্কেট এলাকায় আসামাত্র ছাত্রদলের অপর গ্রুপের ছাত্র নেতা শামীম আহমদের নেতৃত্বে একটি দল আনন্দ মিছিলে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে ব্যানার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মিলিছ সহকারে হাজী ইনজাদ আলী মার্কেটের সম্মুখে পথসভায় বক্তব্য দেন নবঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহিন আহমেদ, ছাত্রদল নেতা মাসুম আহমদ, সাহেদ আহমদ, সাব্বির আহমদ, সুলতান হোসেন, ফয়জুর রহমান, জামাল হোসেন, ইমন আহমদ, রাজিব তালুকদার প্রমুখ। এর পর পর অপর গ্রুপের নেতা শামীম আহমদের নেতৃত্বে নেতাকর্মীরা লাটি-সোঠা নিয়ে এক বিক্ষোভ মিছিল শেষে জুড়ী নিউ মার্কেটের সম্মুখে বক্তব্য রাখেন ছাত্রলদ নেতা শামীম আহমদ, সুহেল আহমদ, মোজাহিদুল ইসলাম জয়দুল, হিমেল আহমদ, রেজাউল করিম রাজিব, মারজান আহমদ, জাহেদুল ইসলাম জমির, আব্দুল জব্বার, নুরুল ইসলাম, সাকিল আহমদ ও দুলাল আহমদ।
