স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে “অধিকার মর্যাদায় নারী-পূরুষ,সমানে সমান” প্রতিপাদ্য নিয়ে নারী দিবস উপলক্ষ্যে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ রবিবার সকাল সাড়ে ১১ ঘটিকায় কুলাউড়া উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কুলাউড়া শহরের চৌমূহনায় এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনে বিভিন্ন পর্যায়ের মহিলারা অংশ গ্রহন করে। এসময় ‘নারী পূরুষ সর্বশেষে সকল শিশুকে সম্পদ হিসেবে গড়ে তুলবো’ ‘প্রতিবাদের ঝড় তুল নারী নির্যাতন বন্ধ কর’ ‘নারী পূরূষ এক জোট নির্যাতন কারীর শাস্তি হোক’ এরকম প্লে-কার্ড বহন করে। মানব বন্ধনে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জাসদ সভাপতি ময়নুল ইসলাম শামীম, প্রেস ক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী,মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফ উদ্দিন আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মুতলিব, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারসহ অন্যরা।