অনলাইন ডেস্কঃ ই-মেল উদ্ভাবক রে টামিলসন মারা গেছেন। তিনিই প্রথম ই-মেলে @ চিহ্নটি ব্যবহারের প্রচলন করেন। মৃত্যুকালে রে টামিলসনের বয়স হয়েছিল ৭৪ বছর। টামিলসনের মুখপাত্র মাইক ডোবেল এক বিবৃতিতে গুণী এই কম্পিউটার বিজ্ঞানীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেন। খবর গার্ডিয়ানের। ডোবেল বলেন, রে টামিলসন গত ৫ মার্চ শনিবার মারা যান। কিন্তু তিনি এ খবর জানতেন না। তার মৃত্যুর কারণও জানেন না তিনি। রে টামিলসন ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে কাজ করতেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রযুক্তি দুনিয়ায়। অনেকেই তার মৃত্যুতে শোক বাণী দিচ্ছেন। ১৯৭১ সালে ARPANET প্রোগ্রাম আবিষ্কার করে প্রযুক্তি দুনিয়ায় আত্মপ্রকাশ ঘটে এই বিজ্ঞানীর। ইন্টারনেটের পূর্বে আরপানেট ছিল যোগাযোগের মাধ্যম। তিনিই প্রথম আধুনিক ই-মেলে অ্যাট দ্যা রেট অফ সাইন ব্যবহার করার প্রচলন শুরু করেন।
