মেসির রেকর্ড, বার্সার সহজ জয়

মেসির রেকর্ড, বার্সার সহজ জয়
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করল শিরোপাধারী বার্সেলোনা। রবিবার রাতে লিওনেল মেসির জোড়া গোলের ওপর ভর করে এইবারকে ৪-০ গোলে হারিয়েছে লুই এনরিকের দল। মেসি ছাড়াও এ রাতে বার্সার হয়ে গোল করেছেন মুনির আল হাদ্দাদি ও লুই সুয়ারেজ। ম্যাচে জোড়ো গোল করে অনন্য এক রেকর্ড নিজের করে নিলেন মেসি। এ নিয়ে লা লিগায় টানা ৮ মৌসুমে কম করেও ২০ গোল করলেন তিনি। লা লিগার দীর্ঘ ইতিহাসে যা আর কোনো খেলোয়াড় করে দেখাতে পারেননি। চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে ২১। নিজ মাঠে খেলার সুবিধা পেলেও বার্সার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি এইবার। ম্যাচের ৮ মিনিটে সুয়ারেজের ক্রস থেকে বার্সাকে লিড এনে দেন মুনির। এরপর ৪১ মিনিটে তার সহায়তায় ব্যবধান ২-০ করেছেন মেসি। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে নেন মেসি। এরপর ৮৪ মিনিটে সুয়ারজ গোল করে জয়ের ব্যবধান বাড়ান। এ জয়ে ২৮ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭২ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সংগ্রহ ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট। আর তৃতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০।

Post a Comment

Previous Post Next Post