এশিয়া কাপ; টুর্নামেন্ট সেরা সাব্বির

এশিয়া কাপ; টুর্নামেন্ট সেরা সাব্বির
স্পোর্টস ডেস্কঃ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু এরপরও এই টুর্নামেন্টের বড় প্রাপ্তি বাংলাদেশের সাব্বির রহমানের ব্যাটিং। টাইগারদের ব্যাটিং লাইনে যেন সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানটি হয়ে উঠেছেন তিনি। যার পুরষ্কারস্বরুপ টুর্নামেন্ট সেরা হয়েছেন এ তারকা ব্যাটসম্যান। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সাব্বির রহমান। ৫ ম্যাচে ১৭৬ রান সংগ্রহ করেছেন তিনি। ৩ ম্যাচে ১৯৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হংকংয়ের বাবর হায়াত। কিন্তু বাবরের রানগুলো এসেছে বাছাইপর্বের ম্যাচ থেকে, এবং তার ব্যাট দলকে টুর্নামেন্টের মূল পর্বে নিয়ে আসতে পারেনি। অন্যদিকে সাব্বিরের ব্যাটে চড়েই ফাইনালে ওঠেছে সরাসরি মূলপর্বে খেলা বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝেও যে তিনি ছিলেন দলের পরম নির্ভরতা। ফাইনালেও দ্রুত দুই উইকেটের পতন ঘটলে ক্রিজে টিকে থাকেন সাব্বির। চেনা ছন্দে না থাকলেও ফাইনালে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান এসেছে তার ব্যাট থেকে। যার ফলাফল টুর্নামেন্ট সেরা তিনি।

Post a Comment

Previous Post Next Post