বিনোদন ডেস্কঃ চিত্রশিল্পী ও চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু (৫৩) আর নেই। সোমবার রাজধানীর ধানমণ্ডি এলাকায় মাথায় কৃষ্ণচূড়া গাছ পড়ে গুরুতর আহত হলে তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, সোমবার দুপুরে চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু ধানমণ্ডির চার নম্বর এলাকায় রিকশায় চড়ে যাচ্ছিলেন। এ সময় তার মাথার ওপর একটি কৃষ্ণচূড়া গাছ পড়ে। খালিদ মাহমুদ মিঠু গুণী পরিচালক ছিলেন। তার পরিচালিত ‘গহীনে শব্দ’ ও ‘জোনাকীর আলো’ ছবি দুটি দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
