স্টাফ রিপোর্টারঃ তৃণমূল পর্যায়ে একক প্রার্থী ঘোষনা করার জন্য বুধবার (০২ মার্চ) দুপুরে জয়চন্ডী ইউপির রংগীরকুলে অবস্থিত দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক জরুরি সভার আয়োজন করে জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন, গৌরা দেসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রার্থী ফারুক আহমদ, আব্দুল মতলিব, আব্দুর রব মাহবুব ও আবু মোহাম্মদ উপস্থিত ছিলেন। দীর্ঘসময় আলোচনা করেও একক প্রার্থী নির্বাচনে সিন্ধান্তে যেতে পারেননি নেতৃবৃন্দরা। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু বলেন, যেহেতু এখানে কোন সিন্ধান্ত হয়নি তাই আমরা ৪ জনের নামের তালিকা জেলা কমিটির কাছে পাঠিয়ে দিব। জেলা কমিটি যাকে নির্বাচিত করবে তৃণমূলের সবাই তাকে সমর্থন করবেন।