স্পোর্টাস ডেস্কঃ মিরপুরে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে এই পাকিস্তানের কাছে ২ রানে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। এবার সেই পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল মাশরাফিরা। আগামী ৬ মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ফাইনালের আগে এখনও দুটি ম্যাচ বাকি। ওই ম্যাচ দুটি এখন শুধু নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। কারণ, ফাইনালের জন্য দুটি দল তো ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। বুধবার বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩০ রান। শেষদিকে এসে তা একটু কঠিন হয়ে গিয়েছিল। ১২ বলে প্রয়োজন ছিল ১৮ রান। ১৯তম ওভারে বল করতে আসেন মোহাম্মদ সামি। ওই ওভার থেকে আসে ১৫ রান। আর শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ ইরফানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তামিম ইকবাল (৭)। নবম ওভারে শহীদ আফ্রিদির বলে বোল্ড হন সাব্বির রহমান (১৪)। ১৪তম ওভারে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হন সৌম্য সরকার (৪৮)। ১৫তম ওভারে শোয়েব মালিকের বলে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম (১২)। ১৮তম ওভারে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে যান সাকিব আল হাসান (৮)। পরে মাহমুদুল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজা দলের জয় নিশ্চিত করেন। এদিন প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫৮ রান করেন সরফরাজ আহমেদ। আর ৪১ রান করেন শোয়েব মালিক। বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেন ৩টি, আরাফাত সানি ২টি, তাসকিন আহমেদ ১টি ও মাশরাফি বিন মুর্তজা ১টি করে উইকেট নেন।