নিউজ ডেস্কঃ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওর হাওর তীরের ৪ জন উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার হাওরে সৃজিত হিজল করচের বাগান পরিদর্শণ করেন। হাওরের বাইয়া গজুয়া বিলে বেসরকারি সংস্থা ইউএসএআইডির ক্রেল প্রকল্পের ২০১৪ ও ১৫ সালে প্রায় ২ লাখ হিজল করচের গাছ লাগানো হয়। হাকালুকি হাওর তীরের কুলাউড়ার ইউএনও তাহসিনা বেগম, বড়লেখার ইউএনও মো. আব্দুল্লাহ আল মামুন, জুড়ীর ইউএনও মো. নাসির উল্লাহ খান এবং ফেঞ্চুগঞ্জের ইউএনও হুরে জান্নাত হাওরে সৃজিত হিজল করচের বাগান সরেজমিন পরিদর্শণ করেন। এসময় ক্রেল প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মো. মাযহারুল ইসলাম জাহাঙ্গীর, সাইট অফিসার মো. তৌহিদুর রহমান এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। ক্রেল প্রকল্প সুত্র জানায়, ২০১৪ সালে বাইয়া ও গজুয়া বিলে ৮১ হাজার ৭৫০টি হিজল করচের গাছ এবং ২০১৫ সালে ৯০ হাজার হিজল করচের গাছ লাগানো হয়।