তারুন্যের ব্যাতিক্রমী উদ্যেগে আলোর পথে ছিন্নমূল পথ শিশুরা

তারুন্যের ব্যাতিক্রমী উদ্যেগে আলোর পথে ছিন্নমূল পথ শিশুরা
নিউজ ডেস্কঃ ওদের চুখে মুখে বেচে থাকার সপ্ন। আর ভাবনা অন্তহীন। ঠিকানা ওদের মৌলভীবাজার শহরের মনু নদীর কুল ঘেষে খোলা আকাশের নিচে নদী পারের আবুলের বস্তির কলোণীতে। তাদের প্রত্যেকের বয়স ৭-৮ বছর। সম বয়সী অন্যান্য শিশুরা স্কুলে গেলেও ওদের কপালে স্কুলে যাওয়া হয়নি নানান প্রতিকুলতার কারনে। আর তাদের আলোর পথ দেখাতে উদ্যোগী হয়ে পাশে দাড়িয়েছে স্কুল/কলেজ পড়–য়া কয়েক কিশোর ও কিশোরী। ন্যাশনাল চিলড্রেন ট্রাস্ক ফোর্স (এনসিটিএফ)এর সহযোগিতায় মৌলভীবাজারে উদোগী কিছু কিশোরের সপ্ন বাস্তবায়নে ’’তারুন্যে’’ জেলা শহরের মনু নদীর তীরবর্তী এলাকায় খোলা আকাশের নিচে আবুলের বস্তিতে প্রায় ৫০জন শিশুর মধ্যে জন্মনিবন্ধন সনদ বিতরন করে। বিগত মাস কয়েক যাবত এই খোলা আকাশের নিচেই প্রতিদিন বিকেল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত এই শিশুদের পাঠদান করাচ্ছেন ’’তারুন্যের’’ রুমা, শশী, মান্না, ফারজানা ও বাপ্পিরা। তারা বস্তি এলাকার শিশুদের পাঠদান করিয়ে অনেক তৃপ্তি পাচ্ছেন। আর তাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে শিশুদের নিয়ে কাজ করা সংগঠন,ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স(এনসিটিএফ) মৌলভীবাজার শাখা । ২ মার্চ বধুবার বিকেল ৫ ঘটিকায় মনু নদীর পারে আবুল মিয়ার বস্তিতে ছিন্নমূল শতাধিক পথ শিশুদের জন্য জন্মনিবন্ধন সনদ বিতরন অনুষ্ঠানের আয়োজন করে’’তারুন্যে’’মৌলভীবাজার। ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স (এনসিটিএফ) এর সাবেক সভাপতি শিশু সংগঠক জিল্লুর রহমানের সঞ্চালনায় সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ জাহিদুল ইসলাম) বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,শিশু সংগঠক আব্দুল কাইয়ুম, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিক মাধুরী মজুমদার, জেলা মুক্তিযোদ্ধা সংগঠক শামছুদ্দিন ছানু মিয়া প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post