স্বেচ্ছাসেবকদল নেতা সুরমান ও ছাত্রদল নেতা আবেদের কারামুক্তি

স্বেচ্ছাসেবকদল নেতা সুরমান ও ছাত্রদল নেতা আবেদের কারামুক্তি
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক ২ নেতা রেলওয়ের নাশকতা মামলায় বুধবার (২ মার্চ) জামিন পেয়েছেন। জানা যায়, কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরমান আহমদ ও পৌর ছাত্রদল নেতা মনসুর আহমদ আবেদ রেলওয়ে নাশকতা মামলায় গত ১১ জানুয়ারি জামিন চাইতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। গত ২৩ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করেন। ২ মার্চ মৌলভীবাজার কারাগারে পৌঁছলে রাতে তারা কারামুক্ত হন। এসময় জেলগেটে তাদের ফুল দিয়ে স্বাগত জানান, কুলাউড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্ছু, সাধারণ সম্পাদক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সিপার উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মনজুর আলম চৌধুরী খোকন, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সাহেদ উদ্দিন চৌধুরী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ইমন, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, যুবদল নেতা মোস্তফা মাহমুদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেজাউল আলম ভূইয়া খোকন, কালেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুহিত, সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমদ টিপু প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post