জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় উৎসবমুখর পরিবেশে উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি এবং স্বতন্ত্র ২২ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৩টি দফতরে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এসময় চেয়ারম্যান প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করে ব্যাপক শো-ডাউন করলেও প্রশাসন ছিল নিরব ভূমিকা পালন করে। জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫জন, বিএনপি ৫ জন, জাতীয় পার্টি ১জন, এবং স্বতন্ত্র প্রার্থীসহ বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।