নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমন আহমদ (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের দরিদ্র কৃষক শফিজ আলীর একমাত্র পুত্র। দুবাইয়ে ঘটনাটি ঘটেছে ২৫ মার্চ শুক্রবার রাতে। নিহত সুমনের পারিবারিক সুত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার উত্তরভাগ গ্রামের মর দরিদ্র কৃষক শফিজ আলীর ৩ মেয়ে ও ১ ছেলের মধ্যে সুমন আহমদ সবার বড়। নিজ ও পরিবারের ভাগ্যের উন্নয়নে সুমন ২০১১ সালের জানুয়ারি মাসে কাজের সন্ধানে দুবাই গিয়েছিলো। সে দুবাইয়ে একটি দোকানে কাজ করতো। ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল নিয়ে বাসায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় সুমন। দেশ ছেড়ে দুরদেশে একমাত্র ছেলের অকাল মৃত্যুতে তার হতভাগা মা-বাবা শোকে পাগলপ্রায়। গভীর শোকের ঢল নেমে আসে এখন তার বাড়ীতে। সুমনের চাচা ফিরোজ আহমদ জানান, শুক্রবার গভীর রাতে দুবাইয়ে অবস্থানকারী সুমনের খালাতো ভাই তাদেরকে টেলিফোনে এ সংবাদ জানান। দুবাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুমনের মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারবর্গ একমাত্র ছেলে সুমনের লাশ দেশে আনার জন্য জোর দাবী জানিয়েছেন।