কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

কুলাউড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। স্বাধীনতা দিবস পালনে উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল স্বাধীনতা সৌধ এ পুস্পস্থবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, খেলাধূলা, শিশু একাডেমী আয়োজিত মুক্তিযোদ্ধা ভিত্তিক শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন, মসজিদে জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, মন্দির, গীজা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্টানে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান। কুলাউড়া উপজেলা প্রশাসন রাত ১২-০১ মিনিটে তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের সূচনা করে। পরে স্বাধীনতা সৌধে এমপি মোঃ আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ইউএনও তাহসিনা বেগম, ওসি মোঃ সামসুদ্দোহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, উপজেলা যুবলীগ, কুলাউড়া প্রেসক্লাব, আবাসিক বিদ্যু সরবরাহ কেন্দ্র, রেলওয়ে শ্রমিকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্থবক অর্পণ করেন। সকাল সাড়ে ৮টায় এনসিস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্টানে সালাম গ্রহন করেন। এসময় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম। ডিসপ্লে, কুচকাওয়াজ অনুষ্টানে পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, 2গার্লসগাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহনকারীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে এমপি আব্দুল মতিন পুরস্কার বিতরন করেন। কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান নেহার বেগম, প্রেসসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ প্রমুখ। 
 
মুক্তিযোদ্ধা সংবর্ধনাঃ দুপুর সাড়ে ১২টায় ডাকবাংলোস্থ স্বাধীনতা সৌধ প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলামের পরিচালনায় অনুষ্টিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্বর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি এমপি আব্দুল মতিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবহেলিত মুক্তিযোদ্ধাদের সম্মানী ও সুযোগ সুবিধা বৃদ্ধিসহ যথাযথ সম্মান প্রদানে গুরত্বপূর্ন ভূমিকা রাখছে। বিএনপি-জামায়াত শিবির যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ব্যাহত ও চলমান দেশের উন্নয়ন যাত্রা নসাৎ করার জন্য দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্থত থাকার ও ৭১ এর সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা প্যানেল চেয়ারম্যান নেহার বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা. ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া থানার ওসি মোঃ সামসুদ্দোহা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, ডেপুটি কমান্ডার আতাউর রহমান আতা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফ উদ্দিন, অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ডাঃ সুলতান আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা মোঃ মাসুক মিয়া ও আয়ুব আলী। পরে এমপি আব্দুল মতিন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদেরকে রজণীগন্ধা ফুল ও সম্মানী প্রদান করেন। 
সাংস্কৃতিক অনুষ্টান: সন্ধ্যায় স্বাধীনতা সৌধ প্রাঙ্গনে প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার ও শিশু একাডেমীর প্রাক-প্রাথমিক শিক্ষক কুসুম কলির যৌথ পরিচালনায় শিশু একাডেমী সহ স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক, নৃত্য, কবিতা আবৃত্তি অনুষ্টান অনুষ্ঠিত হয়।

মহিলা ক্রীড়া সংস্থা: মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক সেলিনা ইয়াছমিনের পরিচালনায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এছাড়া, শিশু একাডেমী আয়োজিত মুক্তিযোদ্ধা ভিত্তিক শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়।

Post a Comment

Previous Post Next Post