সিলেটে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মাস বরণ

 সিলেটে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার মাস বরণ
নিউজ ডেস্কঃ সিলেটে শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বরণ করা হলো স্বাধীনতার মাস মার্চকে।  এ উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) সকালে শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এর আগে সকাল নয়টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সংগঠন অনুশীলন, সিলেট। এসময় সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

Post a Comment

Previous Post Next Post