নিউজ ডেস্কঃ দেশে প্রতিবন্ধী নারীদের অবস্থা অত্যন্ত নাজুক। বিভিন্নভাবে প্রতিবন্ধী নারীরা পরিবার ও সমাজে অবহেলিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস)। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ অভিযোগ জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রতিবন্ধী নারীদের মধ্যে উপযুক্ত সংখ্যক নেতৃত্বের অভাব এবং অধিকার মর্যাদার বিষয়গুলো সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা না থাকায়, তারা সকল ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক জাতিসংঘ সনদ স্বাক্ষর ও অনুস্বাক্ষর করেছে জানিয়ে বক্তারা বলেন, এই সনদের ৬নং ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ প্রতিবন্ধী নারী ও তরুণীদের প্রতি বহুমুখী বৈষম্যের ঘটনা চিহ্নিত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাতে করে তাদের পূর্ণ ও সমতা ভিত্তিক, সনদে বর্ণিত সকল অধিকারগুলো ভোগ করা নিশ্চিত হয়। কিন্তু এই সনদের বিবেচনায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ হলেও এতে তরুণ প্রতিবন্ধী নারীদের জন্য উল্লেখযোগ্য কিছু নেই বলেও অভিযোগ জানান তারা। তরুণ প্রতিবন্ধী নারীদের পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাজেদা আক্তার, আনিকা সুলতানা, নাছরিন আক্তার, কবিতা রানী রায় প্রমুখ।