মাহফুজ শাকিল: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নবগঠিত কমিটির সদস্য মোঃ জীবন রহমান কুলাউড়া আসছেন। আগামীকাল ২৫ মার্চ শুক্রবার দুপুরে পারাবত ট্রেন এক্সপ্রেসে কুলাউড়া রেলস্টেশনে তিনি অবতরণ করবেন। এরপর ছাত্রলীগ নেতাকর্মীরা ও ইউনাইটেড রয়েল্স ক্লাবের সদস্যরা তাকে ফুলেল অভ্যর্থনা জানাবে। রাজনৈতিক ক্যারিয়ারে এর আগে তিনি ধানমন্ডি ল’ কলেজের আওয়ামী আইন ছাত্র পরিষদের সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। জীবন রহমান ১৯৮৮ সালের ২২ আগস্ট কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আজাদ মিয়া। তিনি কুলাউড়া সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তাঁর মাতার নাম মরহুমা শামছুন নেছা। পরিবারের ৬ ভাই ও ১ বোনের মধ্য জীবন রহমান হলেন ৪র্থ। জীবন রহমান ২০০৪ সালে কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এস.এস.সি, ২০০৬ সালে ঢাকা নটরডম কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচ.এস.সি, ২০১০ সালে ঢাকা কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে অনার্স, ২০১৩ সালে একই কলেজ থেকে হিসাব বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে ঢাকা ধানমন্ডি ল কলেজ থেকে প্রিলিমিনারি ল শেষ করে ফাইনাল বর্ষে অধ্যয়নরত। জীবন রহমান প্রথমে এক্স নটরডেমিয়ান, পরবর্তীতে সিলেট বিভাগ উন্নয়ন ছাত্র পরিষদের সাবেক যুগ্ম আহবায়ক, কুলাউড়ার বৃহত্তম সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন।কমিটি হওয়ার এই প্রথম নিজ এলাকায় শুভ আগমন করছেন।
ট্যাগ »
Latest News
