কুলাউড়ায় ইউপি নির্বাচনে আ'লীগ,বিএনপি,জাপার প্রার্থী চূড়ান্ত

কুলাউড়ায় ইউপি নির্বাচনে আ'লীগ,বিএনপি,জাপার প্রার্থী চূড়ান্ত
এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলায় আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য ৩য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি পৃথক পৃথকভাবে চেয়ারম্যান পদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। 

চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থীরা হলেন: বরমচাল ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান, ভূকশিমইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জয়চন্ডী আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজার মো. মমদুদ হোসেন, কাদিপুর সেলিম আহমেদ, কুলাউড়া লুৎফুর রহমান চৌধুরী এবং রাউৎগাও আকবর আলী সোহাগ।

বিএনপির প্রার্থীরা হলেন: ব্রাহ্মণবাজার বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ, রাউৎগাও সাবেক ভিপি আব্দুল মুহিত সোহেল, কাদিপুর হাবিবুর রহমান ছালাম, কুলাউড়া সুফিয়ান আহমদ, বরমচাল আব্দুল মোক্তাদির মুক্তার, ভূকশিমইল আজিজুর রহমান মনির, জয়চন্ডি হাজী রুমেল খাঁন।

জাপার প্রার্থীরা হলেন: ভাটেরা আকমল হোসেন তালুকদার,ভুকশিমইল আব্দুল আজিজ, ব্রাহ্মণবাজার জয়নাল আবেদীন খান, কুলাউড়া আলহাজ্ব সৈয়দ জয়নাল আবেদীন ফুল মিয়া, কাদিপুর সৈয়দ কৌশিক আহমদ, কর্মধা সোয়াগ মিয়া, টিলাগাঁও সেলিম উদ্দিন তালুকদার, হাজীপুর হারুনুর রশীদ।

Post a Comment

Previous Post Next Post