এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে বুধবার(২৩মার্চ) উপজেলা শহরের বিভিন্ন ফার্মেসী, হোটেল, বেকারীতে র্যাব-৯ সহ এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জানা যায় মোবাইল কোর্ট পরিচালনাকালে মেয়াদোত্তীর্ন ঔষধ রাখার অপরাধে সেবা, সুরমা, রামগোপাল ফার্মেসীতে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা, লাবনী ফার্মেসী ১০ হাজার টাকা, ফয়ছল ফার্মেসী ১ হাজার টাকা, অভয়া, জনকল্যান, শামীম, আবিদ, কনক ফার্মেসীতে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অপরাধে কুঠুমবাড়ী রেষ্টুরেন্টে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদনের অপরাধে সুমা ফুড ও রিমা বেকারীকে ৫০ হাজার টাকা করে ১লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় অংশ নেন র্যাব-৯ এর এএসপি বিল্লাল, কুলাউড়া স্যানিটারী ইন্সপেক্টার প্রশান্ত কুমার আদিত্য, ভুমি অফিসের অফিস সহায়ক সামছুজ্জামান রনি প্রমুখ।
