কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্টিত

কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্টিত
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলাধীন উই আর ফ্রেন্ডস ফর হিউম্যান (ওয়াফ) এর উদ্দোগে তথ্যকল্যানী সামাজিক উদ্দোক্তা কর্মসুচীর আওতায় ডিনেট এর সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও ওয়াফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মালিকের পরিচালনায় কর্মশালায় বক্তারা তথ্যকল্যানীদের মাধ্যমে বাল্যবিবাহের ঝুকিতে থাকা মেয়েদের ও অভিবাবকদের মধ্যে বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া কন্টেন্ট এবং শিক্ষার্থীদের স্কুল ক্যাম্পেইন করে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করে কুলাউড়াকে বাল্য বিয়ে মুক্ত উপজেলা ঘোষনা করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করেন মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, ডিনেট প্রতিনিধি অপুর্ব, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশসহ সরকারী কর্মকর্তা,ইউপি সচিব, সাংবাদিক, কাজী, তথ্যকল্যানী ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post