মো: লুৎফুর রহমান বাবু: একজন প্রবাসীর জীবন প্রতি পদে পদেই দুর্বিষহ। দেশ থেকে প্রবাস , প্রবাসীদের সাথে ‘বিমাতাসুলভ’ আচরণ চলছেই । জীবনের যৌবনদিপ্ত সময়গুলো প্রবাসীরা পার করেন অর্থ উপার্জনের পিছনে। কিন্তু অবশেষে তাদের ‘শুন্য’ ছাড়া আর কিছুই পাওয়া হয় না। বিমানবন্দরে হয়রানির কথা আর নাইবা বললাম। বিদেশে আমাদের কিছু কিছু দূতাবাস কর্মকর্তারা প্রবাসীদের সাথে কেমন ব্যবহার করেন তা আমরা সংবাদ মাধ্যমে প্রায়ই দেখাই । একজন প্রবাসী মারা যাবার পর দোকানে দোকানে গিয়ে চাদা তুলে প্রিয় মাতৃভুমিতে লাশটি পাঠাতে হয় ! এরচেয়ে লজ্জার কষ্টের আর কি হতে পারে। যে প্রবাসী সারাজীবন শুধু দিয়ে গেল পরিবার তথা রাষ্ট্রের জন্য তাঁর জন্য কেন এমন লজ্জা অপেক্ষা করবে ? প্রশ্ন হচ্ছে তাহলে রাষ্ট্র কেন ? হাজার হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রেরণকারীদের জন্য রাষ্ট্রের কি কোন দায়িত্ব নেই ? এই প্রশ্নগুলোর সাথে আরও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – বিদেশে আমাদের বড় বড় যে সংগঠনগুলো আছে তারা কি করছে ? প্রবাসীদের এই দাবী নিয়ে তারা কি কখনো কথা বলেছে নাকি শুধু বড় বড় কথার ফুলঝুরি ? এই প্রশ্নগুলোর উত্তর কার কাছে খুঁজব ? প্রিয় প্রবাসী বন্ধুগণ অনেক হয়েছে আর না । আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা থামব না -এই হউক আমাদের প্রতিজ্ঞা ।
মো লুৎফুর রহমান বাবু –সাংগঠনিক সম্পাদক ,প্যারিস বাংলা প্রেসক্লাব, ফ্রান্স
মো লুৎফুর রহমান বাবু –সাংগঠনিক সম্পাদক ,প্যারিস বাংলা প্রেসক্লাব, ফ্রান্স