স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলোয়াড় ড্রাফটে ৭ বাংলাদেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে । তারা হলেন. সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের দুই ক্রিকেটার ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিয়েছিল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাঠ মাতিয়েছিলেন। অন্য দিকে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খেলেছেন সেন্ট লুসিয়ার হয়ে। সাকিব ২০১৪ সালেও বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাঠে নেমেছিলেন। তবে গত বছর টুর্নামেন্টটির তৃতীয় আসরে এনওসি জটিলতার কারণে খেলা হয়নি তার। অনুমতি না নিয়ে সিপিএল খেলতে যাওয়ার কারণে ৬ মাসের নিষেধাজ্ঞার কবলেও পড়তে হয়েছিলো তাকে। সিপিএলের এবারের আসরের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া থেকে ২৩জন, আফগানিস্তান ৭ জন, কানাডা ৭ জন, ইংল্যান্ড ২ জন, আয়ারল্যান্ডের ২ জন, নেদারল্যান্ডের ১ জন , নিউজিল্যান্ডের ১১ জন, পাকিস্তানের ৩৭ জন, স্কটল্যান্ডের ২ জন, দক্ষিণ আফ্রিকার ৩৪ জন, শ্রীলঙ্কার ২০ জন, যুক্তরাষ্ট্র ১০ জন, জিম্বাবুয়ে ৩ জন এবং ওয়েস্ট ইন্ডিজের ৬৭ জন ক্রিকেটারের নাম রয়েছে। সূচি এখনো চূড়ান্ত না হলেও আগামী জুলাই মাসে টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে চলতি মাসের ১১ ফেব্রুয়ারি।