কুলাউড়ার কাদিপুরে কমিউনিটি নেতা হাবিবুর রহমান ছালাম সংবর্ধিত

কুলাউড়ার কাদিপুরে কমিউনিটি নেতা হাবিবুর রহমান ছালাম সংবর্ধিত
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার কাদিপুরবাসীর প্রিয়জন, বিশিষ্ট কমিউনিটি নেতা ও সমাজসেবক মোঃ হাবিবুর রহমান ছালামকে বরণ করে নিল তার জন্মমাটি কাদিপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষজন। গত বৃহস্পতিবার কানাডা থেকে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করলে তাকে ফুলেল অভ্যর্থনা জানায় হাজারো জনতা। হাবিবুর রহমান ছালাম রাত ৮টায় তার আপন নিবাস কৌলারশি গ্রামে পৌঁছান। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের সহস্রাধিক লোক তাকে স্বাগত জানান। পরে প্রবীণ মুরব্বি দেওয়ান আবদুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে এবং সৈয়দ সিদ্দিক আলী ও আজিজুর রহমান সেফুলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি হাবিবুর রহমান ছালাম। তিনি তার বক্তব্যে বলেন, ‘আপনাদের ভালোবাসা, মায়া, মমতার টানে আমি ছুটেএসেছি। আমার দেহ প্রবাসে থাকলেও মন ছিল কাদিপুরে। এক যুগ থেকে কাদিপুর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হাজি রফিক উদ্দিন ফাতু, বিশিষ্ট মুরব্বি হাজি লোকমান হোসেন, মখদ্দস আলী মাস্টার, ক্বারী মাসুক মিয়া, সাংবাদিক মোক্তাদির হোসেন, ইউপি সদস্য আজিজুর রহমান টিটু, জসিম উদ্দিন মিঠু, উপজেলা যুবদলের নেতা আজমল হোসেন, আবুল কাশেম মোস্তফা, ছলিম উল্ল্যা ফটিক, ছালাম আহমদ বাপ্পি, ব্যবসায়ী নেওর আলী, ছাত্রনেতা জুবেল আহমদ, হেলাল আহমদ প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মোঃ জালাল উদ্দিন। দোয়া পরিচালনা করেন রফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেড় হাজার লোক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কমিউনিটি নেতা হাবিবুর রহমান ছালাম আসন্ন কাদিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Post a Comment

Previous Post Next Post