মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
নিউজ ডেস্কঃ মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় বাসের চাপায় এক শিশু নিহত হয়েছেন। নিহত শিশুর নাম সুমা আক্তার (৬)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সুমা আক্তার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সাবির মিয়ার মেয়ে এবং আকবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয় ও এলাকাবাসী শায়েক আহমদ সংবাদমাধ্যমকে জানান, সুমা সকালে স্কুল থেকে বের হয়ে পটেটো চিপস কেনার জন্য দোকানে যায়। চিপস কিনে ফেরার পথে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ বিরতীহীন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post