কুলাউড়ায় দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতার উদ্বোধন

কুলাউড়ায় দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগীতার উদ্বোধন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউপির মীরশংকরে কম্পিউটার এন্ড টিভি দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সোনার বাংলা তরুণ সংঘের আয়োজনে মীরশংকর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। ব্যবসায়ী ছায়েদ আলীর সভাপতিত্বে ও সংঘের উপদেষ্টা আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য আবু মোহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের আহ্বায়ক হাজী লোকমান হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উছমান খাঁন ফয়েজ ও সাংবাদিক আব্দুল আহাদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংঘের উপদেষ্টা আলিম আহমদ ও সাইফুল ইসলাম। উদ্বোধনী খেলায় মামুন ঝুটি মাইজগাঁও ২-০ সেটের ব্যবধানে পতেঙ্গা স্পোটিং ক্লাব বড়লেখাকে পরাজিত করে।

Post a Comment

Previous Post Next Post