স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা কাদিপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর উপর হামলার ঘটনায় প্রায় অর্ধশত দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম রেনু নিজে বাদি হয়ে কুলাউড়া থানায় এ মামলাটি দায়ের করেন। তবে কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু নিজে বাদি হয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। এতে ১৫ জনের নামোল্লেখ এবং আরও ২৫-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। কুলাউড়া থানা অফিসার ইনচার্জ মো. সামছুদ্দোহা পিপিএম জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। আসামীদের আটকে পুলিশী তৎপরতা অব্যাহত আছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু’র উপর হামলার প্রতিবাদে উপজেলার ভুকশিমইল ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গত সোমবার বাদ-আসর রফিকুল ইসলাম রেনু সুস্থতা কামনায় কুলাউড়া পৌর মেয়রের পক্ষ থেকে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলাম রেনু বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।