টাইগারদের প্রশংসায় দ্রাবিড়

টাইগারদের প্রশংসায় দ্রাবিড়স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সেরা বছর ২০১৫। তাই টাইগারদের এই ধারাবাহিক সাফল্যের জন্য এবার মাশরাফিদের প্রশংসায় মেতেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়। আইসিসি যুব বিশ্বকাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে বাংলাদেশে আসা দ্রাবিড় সোমবার (০৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদসম্মেলনে এই প্রশংসা করেন। রাহুল দ্রাবিড় জানান, ‘সন্দেহ নেই গত বছরটি বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের নিয়ে বাংলাদেশ এখন বেশ গোছালো এবং অভিজ্ঞ একটি দল। মাহামুদুল্লাহ রিয়াদও গত একটি বছর দারুণ পারফর্ম করেছে। নতুন করে উঠে এসেছে মুস্তাফিজুর রহমান। তাদের সাফল্যের পেছনে দলের সবাই অন্যতম ভূমিকা রাখছে।’ কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজ সম্পর্কে দ্রাবিড় বলেন, ‘অভিজ্ঞদের পাশাপাশি বাংলাদেশ দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। তাদের মধ্যে মুস্তাফিজ একজন। বাঁহাতি পেসার মুস্তাফিজের মতো তরুণ ক্রিকেটাররা দলে আসায় বাংলাদেশ দলটিই ভালো একটি দলে পরিণত হয়েছে।’ মুস্তাফিজ প্রসঙ্গে তিনি আরও বলেন, তাকে নিয়ে মন্তব্য করার মতো যথেষ্ট ভালো করে দেখা হয়নি। ভারতে বাংলাদেশ ‘এ’ দলের কয়েকজন ক্রিকেটারকে কাছ থেকে দেখেছি। তাদের দু-একজনকে বেশ ভালোই মনে হয়েছে। মুস্তাফিজের ব্যাপারে আমি অনেকের কাছেই শুনেছি সে একজন প্রতিভাবান ক্রিকেটার। তরুণ ক্রিকেটারদের পাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের উন্নতির গ্রাফ উর্ধ্বমুখি বলেও জানান দ্রাবিড়। তবে, সঙ্গে এটিও জানান, শুধু দেশের মাটিতে নয়, দেশের বাইরেও সমান চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে মুস্তাফিজদের। টাইগারদের দেশের বাইরের পারফর্ম নিয়ে দ্রাবিড় বলেন, তারা নিজেদের মাটিতে বেশ ভালো কিছু সিরিজ খেলেছে। তবে, বিদেশে তাদের আরও ভালো পারফর্ম দেখাতে হবে। প্রসঙ্গত, গত বছরের জুন থেকে ভারতের ‘এ’ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন দেশটির ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়। ভারতের ‘এ’ দলের সঙ্গে তিনি দায়িত্ব পালন করছেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে। বর্তমানে অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে বাংলাদেশে অবস্থান করছেন দ্রাবিড়।

Post a Comment

Previous Post Next Post