বই মেলাকে কেন্দ্র করে কর্মব্যস্ত বাংলাবাজারের ছাপাখানা শ্রমিকরা

বই মেলাকে কেন্দ্র করে কর্মব্যস্ত বাংলাবাজারের ছাপাখানা শ্রমিকরা
নিউজ ডেস্কঃ বই মেলা শুরু হয়ে গেলেও থেমে নেই বই প্রকাশের কাজ। ছাপাখানার ক্লান্তিহীন মেশিনগুলোর সঙ্গে কর্মব্যস্ত বাংলাবাজারের শ্রমিকদের হাত ধরে মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। পুরো মেলা জুড়ে বই ছাপানো ও প্রকাশের কাজ চলবে বলে জানান প্রকাশকরা। যন্ত্রের ক্লান্তিহীন কর্মযজ্ঞও যেন হার মানায় পাঠকের চাহিদাকে। পাঠকের বই তৃষ্ণা মেটাতে দিন-রাতের পার্থক্য যেন ভুলতে বসেছেন মুদ্রণ শ্রমিকরা। চাপ বেশি হলেও বইয়ের গুণগত মান ঠিক রাখতে প্রচেষ্টার কমতি নেই তাদের। পাঠকের আকর্ষণ কাড়তে মনের মাধুরী মিশিয়ে প্রচ্ছদ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। একই অবস্থা বই প্রস্তুতের সর্বশেষ ধাপ বাঁধাইখানাগুলোতেও। বাঁধাই শ্রমিকদের হাতেই পূর্ণতা পাচ্ছে প্রতিটি বই। প্রস্তুতকৃত বই প্রকাশকের ঘর হয়ে চলে আসছে মেলায়। এভাবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই পাঠকের চাহিদা মেটাতে চলবে বই মুদ্রণ ও প্রকাশের কাজ। তবে মেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের শতভাগ সহায়তা চাইছেন প্রকাশকরা। মেশিনের চাকার নিচে পড়ে এভাবেই সাদা কাগজগুলো জীবন্ত হয়ে উঠছে ছাপার অক্ষরে। ছাপাখানার এসব যন্ত্রের তুমুল গতির সাথে তাল মিলিয়ে রাত-দিন কাজ করছেন বাংলাবাজারের শ্রমিকরা। তাদের হাতের ছোঁয়ায় তৈরি এক একটি বই দিয়ে সেজে উঠবে বাঙালির প্রাণের উৎসব, অমর একুশে গ্রন্থ মেলা।

Post a Comment

Previous Post Next Post