ঝুঁকিপূর্ণ ভবনে চলছে টাঙ্গাইলের ১৭টি কমিউনিটি ক্লিনিক

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে টাঙ্গাইলের ১৭টি কমিউনিটি ক্লিনিক
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের সখিপুর উপজেলার ১৭টি কমিউনিটি ক্লিনিকের ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি থাকায় ক্লিনিকগুলোতে চিকিৎসকরা বসতে না পারায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রমও। তবে শিগগিরই ঝুঁকিপূর্ণ এসব ভবন সংস্কার এবং পুন:নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। সখিপুর উপজেলার যাদবপুর বেড়বাড়ি কমিউনিটি ক্লিনিকটির বেহাল দশা দীর্ঘদিন ধরে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ৩ বছর আগে এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে খোলা মাঠেই চলছে ক্লিনিকটির চিকিৎসা কার্যক্রম। শুধু এই ক্লিনিকই নয় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে উপজেলার আরো ১৬টি ক্লিনিক। এ অবস্থায় ভবনগুলোতে চিকিৎসকরা বসতে না পারায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। অবশ্য ঝুঁকিপূর্ণ ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা দিতে বিকল্প ব্যবস্থার কথা জানালেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এদিকে সমস্যা সমাধানে আশার বাণী শোনালেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. সৈয়দ ইবনে সাঈদ। সখিপুর উপজেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে ৩৭টি। এর মধ্যে পরিত্যক্ত ভবন রয়েছে ৫টি। সুত্রঃ সময় নিউজ

Post a Comment

Previous Post Next Post