যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচী

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সময়সূচী
স্পোর্টস ডেস্কঃ ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হল একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগীতা যেটি ১৬টি আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে নিয়ে ২০১৬ সালে বাংলাদেশে ২২ জানুয়ারী থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। এটি টুর্নামেন্টের একাদশতম সংস্করণ এবং ২০০৪ সালের পরে বাংলাদেশে অনুষ্ঠিতব্য দ্বিতীয় যুব প্রতিযোগিতা। ইতোমধ্যেই গ্রুপ পর্বের খেলা সমাপ্ত হয়েছে। মোট ৮টি দল এবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শুক্রবার (৫ ফেব্রুয়ারী) নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে সকাল ৯টায় ম্যাচটি শুরু হবে।

কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলো: বাংলাদেশ-নামিবিয়া (গ্রুপ এ), পাকিস্তান-শ্রীলঙ্কা (গ্রুপ বি), ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (গ্রুপ সি) ও ভারত-নেপাল (গ্রুপ ডি)। এর মধ্যে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ, ‘বি’ গ্রুপ থেকে পাকিস্তান, ‘সি’ গ্রুপ থেকে ইংল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে ভারত চ্যাম্পিয়ন হিসেবে খেলছে কোয়ার্টারে।

কোয়ার্টার ফাইনালের সূচি:
  • ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-নেপাল ভেন্যু: মিরপুর সকাল ৯টা
  • ৬ ফেব্রুয়ারি ভারত-নামিবিয়া ভেন্যু: ফতুল্লা সকাল ৯টা
  • ৭ ফেব্রুয়ারি ইংল্যান্ড-শ্রীলঙ্কা ভেন্যু: মিরপুর সকাল ৯টা
  • ৮ ফেব্রুয়ারি পাকিস্তান-ও.ইন্ডিজ ভেন্যু: ফতুল্লা সকাল ৯টা

Post a Comment

Previous Post Next Post