জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে শতাধিক প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে বৃহস্পতিবার শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অর্থায়নে ও জালালাবাদ ফাউন্ডেশনের সহযোগিতায় জুড়ী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কম্বল বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি। ইউএনও মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে জালালাবাদ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সাংবাদিক আব্দুর রব এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় মনি, জালালাবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী প্রধান এনাম আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, শ্রীমঙ্গল মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান শেখ আছপিয়া পারভীন কোরেশী, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি মঞ্জুরে আলম লাল, সাংবাদিক এম রাজু আহমেদ, ইউপি সদস্যা রুসনা বেগম।