অস্ত্রের মুখে জিম্মি করে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি

অস্ত্রের মুখে জিম্মি করে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতি
রাজনগর প্রতিনিধি: রাজনগরে আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে ওই বাড়ি থেকে ২ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার মনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামে রফিক চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও গৃহকর্তা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সবাই ঘুমিয়ে পড়লে রাত ২টার সময় ৮-১০ জনের একদল ডাকাত মনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামের রফিক চৌধুরীর বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির পূর্ব পাশের কাঁচা ঘরে বসবাসকারী কেয়ারটেকার সুমন মিয়া (৩০) ও তার স্ত্রী-সন্তানদের হাত-মুখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা বাড়ির পশ্চিমের পাকা ঘরের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে রফিক চৌধুরীর স্ত্রী সৈয়দা সাবিয়া সালাতুন্নেছা ও তার মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ২ ভরি স্বর্ণ ও নগদ ৮০ হাজার টাকা লুট করে নেয়। রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। ৩-৪ জন লোক এ ঘটনা ঘটিয়েছে।

Post a Comment

Previous Post Next Post