মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা
নিউজ ডেস্কঃ “মান সম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা ”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারে জাতীয় শিক্ষা সপ্তাহ/১৬ হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষেজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী আলোচনা সভা ইত্যাদি,পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে পিটিআই ভবনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলামের সভাপতিতে এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন পিটিআই সুপার স্ইাফুর ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ আলোচনায় বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আহসান.খাজা মঈন উদিন শিক্ষক এনামুল কবীর,রুহেনা আক্তার প্রমূখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যাবসায়ী, ছাত্র শিক্ষক আইনজীবিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post