বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার আলিম উত্তীণ ৩৭ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গাফফার। মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের সভাপতিত্বে শিক্ষক ফয়জুল হক ও আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. রফিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ একেএমএ শাকুর, চান্দগ্রাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি মইনুল ইসলাম, সুজাউল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুর রহমান, প্রবাসী ফখরুল ইসলাম, মাহবুবুর রহমান, মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা আব্দুল্লাহ, কমর উদ্দিন বাদশা, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ছাত্রলীগ নেতা বদরুল আলম উজ্জ্বল, হাজী সফর উদ্দিন।