কুলাউড়ার মুক্তার সংযুক্ত আরব আমিরাতে সম্মাননা পদক পেলেন

কুলাউড়ার মুক্তার সংযুক্ত আরব আমিরাতে সম্মাননা পদক পেলেন
নিউজ ডেস্কঃ দুবাই ইমিরেটস জেনারেল ট্রান্সপোর্টের ‘হোয়াইট পয়েন্ট’ সম্মাননা পদক পেয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার বাসিন্দা ও সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী মোহাম্মদ মুক্তার মিয়া। দুবাইয়ের হোটেল ক্রাউন ইন্টার কন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাকে এ সম্মাননা তুলে দেওয়া হয়। ৩১ ফুজিরা স্টেট শাখার স্কুল ট্রান্সপোর্টের ব্যবস্থাপক আব্দুল্লাহ মোহাম্মদ আল সাদি তার হাতে সম্মাননাপত্র তুলে দেন। তিনি দীর্ঘ ৩৭ বছর ধরে দুবাই বসবাস করে আসছেন। তিনি কুলাউড়ার ১০নং হাজীপুর ইউনিয়নের উত্তর পল্কী গ্রামের ঠাকুর মিয়ার ছেলে। এছাড়া মুক্তার মিয়া সংযুক্ত আরব আমিরাতে দুবাই ইমিরেটস জেনারেল ট্রান্সপোর্টের নির্বাচিত ৩৯৯ জনের মধ্যে প্রথম বিজয়ী হিসেবে একটি গাড়ি পান। তাকে কারের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দেন ইমিরেটস জেনারেল ট্রান্সপোর্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল্লাহ আল জামান। এসময় উপস্থিত ছিলেন, মুক্তার মিয়ার মেয়ে রহিমা মুক্তার প্রমি ও রাহিমা মুক্তার হিমি।

Post a Comment

Previous Post Next Post