অনলাইন ডেস্কঃ চিলির রাজধানী সান্তিয়াগোতে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কিন্তু কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩৩ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রাজধানী সান্তিয়াগো থেকে ৩২৬ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের আঘাতে অনেক ভবন কেঁপেছে। চিলির জরুরি সেবা কার্যালয় বলেছে, প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি। প্রসঙ্গত, চিলি একটি ভূমিকম্প প্রবন এলাকা। ২০১০ সালে দেশটিতে ৮ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। যাতে ৫ শতাধিক লোক নিহত এবং ২ লক্ষ ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছিল। সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল।
