স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় উপজেলায় ২ ভন্ডপীরকে আটক পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সূত্রে জানা গেছে, ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়ন এলাকার লোকজনের সাথে দীর্ঘদিন থেকে ভূয়া ঝাঁড়ফুক চিকিৎসার মাধ্যমে প্রতারণা করে আসছিলো কমলগঞ্জ উপজেলার রাজটিলা গ্রামের সৈয়দ উল্যাহর ছেলে সুন্দর আলী। এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক আহমদের মাধ্যমে কুলাউড়া থানায় সোপর্দ করেন। অপর দিকে উপজেলার সদর ইউনিয়নের রাঙ্গিছড়া গ্রামের লোকজনের সাথে ভূয়া ঝাঁড়ফুক চিকিৎসার মাধ্যমে প্রতারণা করায় এলাকার লোকজন কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে কেরামত আলীকে আটক কুলাউড়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। পুলিশ আটক ভন্ডপীরদ্বয়কে ইউএনও তাহসিনা বেগমের কাছে নিয়ে আসে। সেখানে ভ্রাম্যমান আদালতের বসিয়ে ভন্ডপীর সুন্দর আলী ১৫ মাস ও কেরামত আলীকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।