নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এসএসসি গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলার জন্য ৭জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ইউএনও অফিস সুত্র জানায়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন সময়ে ইউএনও তাহসিনা বেগম দায়িত্বে অবহেলার জন্য ৭জন শিক্ষককে বহিষ্কার করেন। বহিষ্কৃত শিক্ষকরা হলেন-শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের খলিল উদ্দিন আহমেদ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের মাহমুদা আক্তার ও নজরুল ইসলাম, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সুদর্শন মালাকার, শফিকুল ইসলাম ও মনির উদ্দিন, ভাটেরা স্কুল এন্ড কলেজের কানন চক্রবর্তী এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শুক্লা রায় চৌধুরী। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।