কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৭ শিক্ষক বহিষ্কার

কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৭ শিক্ষক বহিষ্কার
নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এসএসসি গণিত পরীক্ষায় দায়িত্বে অবহেলার জন্য ৭জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। ইউএনও অফিস সুত্র জানায়, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ও জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি গণিত পরীক্ষা চলাকালীন সময়ে ইউএনও তাহসিনা বেগম দায়িত্বে অবহেলার জন্য ৭জন শিক্ষককে বহিষ্কার করেন। বহিষ্কৃত শিক্ষকরা হলেন-শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের খলিল উদ্দিন আহমেদ, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয়ের মাহমুদা আক্তার ও নজরুল ইসলাম, নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সুদর্শন মালাকার, শফিকুল ইসলাম ও মনির উদ্দিন, ভাটেরা স্কুল এন্ড কলেজের কানন চক্রবর্তী এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শুক্লা রায় চৌধুরী। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

Previous Post Next Post