কুলাউড়া দারুচ্ছুন্নাহ ক্যাডেট মাদরাসার উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুলাউড়া দারুচ্ছুন্নাহ ক্যাডেট মাদরাসার উদ্দ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া দারুচ্ছুন্নাহ ক্যাডেট মাদরাসার উদ্দ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এক আলোচনা সভা মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিতে ও শিক্ষক খন্দকার মাহবুবুর রহমান এবং সিকান্দার আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও: ফজলুল হক খান সাহেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিনিষ্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, দারুচ্ছুন্নাহ ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ খন্দকার অজিউর রহমান আসাদ,সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাও.খন্দকার ফকরুল ইসলাম,শিক্ষক মাও: ফরিদ উদ্দীন,আবুল কাসেম,ব্যবসায়ী নোমান আহমদ,অভিবাবক হাফিজ আব্দুল মছব্বির,সৌদি প্রবাসী ফখরুল ইসলাম,হেলাল আহমদ,কুয়েত প্রবাসী খালেদ খান,রুবেল আহমদ,কাতার প্রবাসী হাফিজ সাইফুল ইসলাম সাহান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক সাহাব উদ্দীন আহমদ,৮ম শ্রেণীর ছাত্র খন্দকার মেহরাব আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি খন্দকার আব্দুল মজিদ মাষ্টার,খন্দকার আব্দুস সালাম,খন্দকার আব্দুল মালিক,শিক্ষক রুমন আহমদ,বেলাল আহমদ,জাকারিয়া চৌধুরী,শিক্ষিকা রুজি বেগম,নাজমিন আক্তার,আয়শা বেগমসহ অভিবাবক,মাদরাসার ছাত্র-ছাত্রী সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫জন প্রবাসীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। ভাষা আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কাজী মাও.খন্দকার ফকরুল ইসলাম।

Post a Comment

Previous Post Next Post