ফ্রান্সে কুলাউড়া অ্যাসোসিয়েশনের মহান একুশে পুষ্পস্তবক অর্পণ

ফ্রান্সে কুলাউড়া অ্যাসোসিয়েশনের মহান একুশে পুষ্পস্তবক অর্পণ
বিশেষ সংবাদদাতাঃ যথাযোগ্য মর্যাদায় আর বিভিন্ন সংগঠনের আয়োজনে মধ্য দিয়ে ফ্রান্সে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বেলা ৪ টায় একুশ উদ্‌যাপন পরিষদের আয়োজনে প্যারিসের আইফেল টাওয়ারের পাদদেশে নির্মিত অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণ বাংলাদেশীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে । সেখানে শ্রদ্ধা জানান বাংলাদেশ দুতাবাস, মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদার, আয়েবা, ফ্রান্স বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স আওয়ামীলীগ, ফ্রান্স বিএনপি, মহিলা দল, বাংলাদেশ ইকোনামি চেম্বার, কুলাউড়া অ্যাসোসিয়েশন, স্বরলিপি শিল্পীগোষ্ঠী, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি, বরিশাল অ্যাসোসিয়েশন সহ ৫০টির অধিক বাংলাদেশি সংগঠন। অনুষ্ঠান পরিচালনা করেন এমদাদুল হক স্বপন, মোহিত আহমদ এবং রিমা ফেরদৗস । এদিকে রাত ১২টা ১ মিনিটে প্যারিসের কেতসীমা হলে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু পুষ্পস্তবক অর্পণ করেন ।
এছাড়াও বেলা ২টায় টায় উদীচী সংসদ ফ্রান্স আয়োজিত শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ফ্রান্সে কুলাউড়া অ্যাসোসিয়েশনের মহান একুশে পুষ্পস্তবক অর্পণ

Post a Comment

Previous Post Next Post