নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া ইউনিয়নের প্রতাবীতে অগ্রণী ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত কাপ এন্ড কাপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক মো. জমসেদ আলীর সভাপতিত্বে ও ক্লাব সম্পাদক মো. সাজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মো. শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা সুফিয়ান আহমেদ, বিশিষ্ট সমাজসেবক জুবের আহমদ খান, সাংবাদিক আলাউদ্দিন কবির, মাহফুজ শাকিল। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. নানু মিয়া, মো. আশিদ মিয়া, ছাত্রনেতা মো. জুনাব আলী, সাইফুল ইসলাম, সংগঠক রিয়াজ আহমদ, কামরুল ইসলাম, শাহ আলম প্রমুখ। খেলায় মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্স প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে প্রতাবী-বালিশ্রী সমাজ কল্যাণ সংস্থা ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। ফলে ৪৬ রানের বিশাল ব্যবধানে জয় পায় মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্স।