প্রিয় কুলাউড়া ডেস্কঃ সব্যসাচী ও প্রিয় কুলাউড়া'র ফেইসবুক আয়োজনে সুদুর প্রবাস থেকে ইউজারদের ভোটে সেরা কমেন্ট'স কারী নির্বাচিত হয়েছেন রুহান চৌধুরী। অভিনন্দন আপনাকে। এক সপ্তাহের ভিতরে আপনার পুরুস্কার পেয়ে যাবেন। তাছাড়া এই প্রতিযোগিতায় যারা গতকাল ৩:৩০ মিনিট থেকে আজ বিকেল পর্যন্ত (LIKE) ও কমেন্ট'স করে আমাদের আন্দোলিত করেছন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যেখানেই থাকুন;নিরাপদে থাকুন।
উল্লেখ্য যে ২য় স্থান অর্জন করেছেন আব্দুর রব পলাশ ও ৩য় স্থান অধিকারী হয়েছেন মুন্না।
উল্লেখ্য যে ২য় স্থান অর্জন করেছেন আব্দুর রব পলাশ ও ৩য় স্থান অধিকারী হয়েছেন মুন্না।